বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আকতার হোসেন অবশেষে মৃত্যুবরণ করেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ১৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন রেজু আমতলী বিওপিতে নায়েক পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম।

তিনি জানান, দীর্ঘ ১৯ দিন চিকিৎসা শেষে আজ (শুক্রবার) দুপুরে আকতার হোসেন মারা গেছেন। শনিবার হেলিকপ্টারযোগে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর দুপুরে দায়িত্ব পালনকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ৪১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন আকতার হোসেন। বিস্ফোরণে তার ডান পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরদিন (১৩ অক্টোবর) তাকে প্রথমে রামু সিএমএইচে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আকতার হোসেন ছিলেন দায়িত্বশীল ও সাহসী সদস্য। সহকর্মীরা তার মৃত্যুতে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।