রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। তিনি বলেন, “আমরা কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব করবো না। আমাদের লক্ষ্য হলো সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করা।”

বুধবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসপি আরও জানান, সম্প্রতি লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় পুলিশ বাহিনীতে অনেক নতুন সদস্য আছেন। তাই পূর্ব থেকে কোনো পারস্পরিক সমস্যা নেই, এবং পুলিশ সকল কার্যক্রম সম্পূর্ণ পেশাদারিভাবে পরিচালনা করবে।

এসপি মনজুর মোরশেদ সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, “আপনাদের সহযোগিতা আমাদের কাজকে আরও সমৃদ্ধ ও কার্যকর করবে।” এছাড়া তিনি জানান, চব্বিশের জুলাই-আগস্টে অস্ত্র লুটের কোনো ঘটনা ঘটেনি, তবে সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্রের বিষয়ে সতর্ক থাকা জরুরি। নির্বাচনের আগে এই বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হবে এবং অন্যান্য সংস্থা যেমন র‍্যাব, সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে সমন্বয় করা হবে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রসেসের আধুনিকায়ন সম্পর্কেও এসপি উল্লেখ করেন, “আমরা আবেদনকারীদের মোবাইলে কাজ শেষ হওয়া সংক্রান্ত মেসেজ পাঠাবো। ফলে তাদের বারবার অফিসে আসতে হবে না, ভোগান্তি কমবে।”

মতবিনিময় সভায় ইভটিজিং, মাদক, অবৈধ অস্ত্র, সিসি ক্যামেরা, কিশোর অপরাধ, ফুটপাত দখল, ট্রাফিক ব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইও, গোয়েন্দা শাখার কর্মকর্তারা এবং জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।