ভোলায় ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে আটক ইন্ট্রাকোর তিনটি গ্যাসভর্তি কাভার্ডভ্যান বুধবার (২৬ নভেম্বর) রাতে মুক্তি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় ও আলোচনা শেষে ছাত্রশিবিরের নেতাকর্মীরা যানগুলো জেলা প্রশাসকের তত্ত্বাবধানে হস্তান্তর করেন।

এর আগে, মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে এই কাভার্ডভ্যানগুলো আটক করা হয়। ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “জেলা প্রশাসকের সঙ্গে রাত ৮টার মতবিনিময় সভায় আমাদের দাবি ও ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ অন্যান্য গণদাবির বিষয়ে আশ্বাস প্রদান করা হয়েছে।”

আব্দুল্লাহ আল আমিন আরও জানান, “যেহেতু গ্যাস আমাদের জাতীয় সম্পদ, এর নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গ্যাসবাহী যানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয় এবং সম্ভাব্য তৃতীয় পক্ষের নাশকতামূলক হস্তক্ষেপের ঝুঁকি বিবেচনা করে আমরা এগুলো জেলা প্রশাসকের তত্ত্বাবধানে হস্তান্তর করেছি। তবে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে চালিয়ে যাওয়া হবে।”

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজী হারুনর রশীদ, ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি হাসনাইন আহমেদ ও অর্থ সম্পাদক আল আমিন সাদ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের এ পদক্ষেপের মাধ্যমে ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ অন্যান্য দাবিতে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় থাকবে এটাই তারা বার্তা দিয়েছেন।