নীলফামারীর সকাল মঙ্গলবার (২১ অক্টোবর) ঘন কুয়াশায় ঢেকে গেছে। শহরের রাস্তায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজও।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল সকাল শহরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। ফসলি জমি ও ঘাসের ডগায় শিশিরবিন্দু জমে আছে, যা শীতের প্রকৃতির একটি ইঙ্গিত।

জেলা শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা হাসান আলী বলেন, “সকালে গাড়ি নিয়ে বের হয়েছি, কিন্তু ঘন কুয়াশার কারণে সামনের দৃশ্য কম দেখা যাচ্ছিল। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়েছে।”

জেলা শহরের ভ্যানচালক আশরাফুল ইসলাম জানান, “প্রতিদিন ভোরে ভ্যান নিয়ে বের হই। আজ সকালে কুয়াশায় চারপাশ ঢাকা ছিল, দূরে কিছুই দেখা যাচ্ছিল না। তাই সবাই লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছিল।”

ডিমলা উপজেলার কৃষক মমিনুর রহমান বলেন, “ভোরবেলা কুয়াশায় চারদিক ঢাকা থাকে। ইতোমধ্যে শীত নেমে এসেছে। রাত ও সকালে ঠান্ডা অনুভূত হয়। মাঠে এখন শীতকালীন সবজি রোপণ শুরু হয়েছে।”

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, “সকালে কুয়াশার ঘনত্ব বেশি ছিল। আগামী কয়েক দিনে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে। ভোরবেলা ও রাতে যাতায়াতের সময় সতর্ক থাকা উচিত।”

শহরের পরিবেশ ও আবহাওয়ায় এই পরিবর্তন স্থানীয়দের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে কুয়াশার কারণে গাড়ি চালানোর সময় দ্রুততা কমানো এবং হেডলাইট ব্যবহার করা বাধ্যতামূলক হয়ে উঠেছে।