বুধবার (২৬ নভেম্বর) রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানি ও র্যাব-১ এর সিপিসি-২-এর আভিযানিক দল।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে র্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই প্রতিবন্ধী তরুণীর মা, বাবা ও ভাই ঢাকায় থাকেন। তিনি গ্রামের বাড়িতে দাদির কাছে থাকেন। আসামি আজিজুল মোল্লা ওই তরুণীর চাচা। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ অক্টোবর দুপুরে তরুণীর দাদি বাড়িতে না থাকায় আজিজুল মোল্লা সুযোগ বুঝে বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ কথা কাউকে না বলার জন্য তিনি নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে সেদিন বাড়ি থেকে চলে যান। পরে বিভিন্ন সময়ও ওই তরুণীকে ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে দাদি বিষয়টি জানতে পারেন।
এরপর তরুণীর মা বাদী হয়ে গত ২৮ অক্টোবর পুঠিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে আজিজুল আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলেও জানিয়েছে র্যাব। গ্রেফতার আজিজুল মোল্লার বাড়ি পুঠিয়া উপজেলার দমদমা গ্রামে।