রাজশাহীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী চেম্বার অব কমার্সের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, “সৎ ব্যবসায়ী গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা কাউকে টাকা দেব না, কিন্তু সঠিক পথে ব্যবসা পরিচালনার জন্য দিকনির্দেশনা, পরামর্শ তথ্য দেব। সৎভাবে ব্যবসা করতে হবে, আমার ব্যবসা আমিই করব।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ’র রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ’র রাজশাহী মহানগরীর প্রধান উপদেষ্টা ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সদর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আইবিডব্লিউএফ’র রাজশাহী মহানগরীর উপদেষ্টা ইমাজ উদ্দিন মণ্ডল এবং রাজশাহী জোন পরিচালক অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।

সম্মেলনের শেষে আইবিডব্লিউএফ’র রাজশাহী মহানগরীর ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স এবং সেক্রেটারি পদে আব্দুল হান্নান নির্বাচিত হন।