বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন অভিযোগ করেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবনতির জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। তিনি বলেন, “খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব অভিযোগ তোলেন। এ অনুষ্ঠানটির আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও টংগিবাড়ী থানা বিএনপি পরিবার। দেশনেত্রীর রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

ড. রিপন বলেন, “যে খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে নিজে হাঁটতেন, তিন মাস কারাভোগের পরও নিজ পায়ে হেঁটেই হাসপাতালে গিয়েছিলেন—তার অবস্থাকে অস্বাভাবিকভাবে অবনতি করা হয়েছে। আজ তিনি হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। হাত-পা বেঁকে যাওয়া, শারীরিক দুর্বলতা—এসবই দীর্ঘদিনের অবহেলা ও রাজনৈতিক প্রতিহিংসার ফল।”

তিনি অভিযোগ করে আরও বলেন, “খালেদা জিয়ার খাবারে ‘স্লো পয়জন’ মেশানোর মতো নির্যাতন হয়েছে—এটাই ছিল সরকারের মূল লক্ষ্য। তাকে ধ্বংস করার মধ্য দিয়েই গণতন্ত্রকে দমন করার চেষ্টা করেছে আওয়ামী লীগ।”

রিপন দাবি করেন, দেশজুড়ে কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়া এখনো বেঁচে আছেন। তিনি বলেন, “উনি বেঁচে থাকলে গণতন্ত্র বেঁচে থাকবে, দেশ বাঁচবে।”— একই সঙ্গে তিনি উপস্থিত সবার কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।

মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া। অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।