রোববার (৭ ডিসেম্বর) দিনব্যাপী শ্রীবরদী উপজেলার বালিজুরীর বনবিভাগের ডরমেটরিতে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে জানানো হয়, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ কেবল সরকারি সংস্থার দায়িত্ব নয়; এটি স্থানীয় জনগোষ্ঠীসহ সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়নযোগ্য একটি জাতীয় দায়িত্ব। টেকসই বন ব্যবস্থাপনা, কমিউনিটি ভিত্তিক সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সমন্বয়ের মাধ্যমে বন্যপ্রাণী সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তাই গাছ কাটা, অবৈধ শিকার ও বনজ সম্পদের অপব্যবহার বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার তাজউদ্দিন, প্রোগ্রাম অফিসার তৌহিদ মিয়া, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া। এছাড়া স্থানীয় বিট কর্মকর্তা, সুফল কর্মসূচির নেতা, ইআরটি সদস্য, শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ জন প্রশিক্ষণে অংশ নেন।