সুন্দরবনের খুলনা অঞ্চলে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে জিম্মি অবস্থায় থাকা চার জেলেকে উদ্ধার এবং হরিণের মাংসসহ চারজন শিকারিকে আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কোস্ট গার্ডের কয়রা স্টেশন একটি বিশেষ অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খালসংলগ্ন এলাকায়। সেখানে ডাকাতি-চক্র ‘দুলাভাই বাহিনী’ জিম্মি করে রাখা চার জেলেকে অস্ত্রের মুখে আটকে রেখেছিল। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ এবং একটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের পরবর্তীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও উদ্ধারকৃত সামগ্রী আইনগত প্রক্রিয়া অনুসারে হস্তান্তরের কার্যক্রম চলমান বলে কোস্ট গার্ড জানায়।

এ ছাড়া একই রাতে পৃথক আরেকটি অভিযানে হরিণ শিকারিদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পায় বাহিনীটি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার দিকে কয়রা নদীর ময়দাপেশা খাল ও আশপাশের বনে অভিযান চালানো হয়। এসময় ৭২ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, প্রায় ৩০০ মিটার শিকারি ফাঁদসহ চারজনকে আটক করা হয়। জব্দ করা মাংস ও ফাঁদ স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ন্যায্য প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার বন্ধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”