গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. আবুল কালাম আজাদকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন। তার বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘন, ঘুষ গ্রহণ, সেবাগ্রহীতাকে হয়রানি, অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়া এবং বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) রুহুম আমীন। তিনি জানান, এসব অভিযোগের ভিত্তিতে গত সোমবার (২৬ জানুয়ারি) তহশিলদারের নামে আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে অভিযুক্ত কর্মকর্তাকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে অভিযোগের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

এর আগে ‘ঘুষ না পেয়ে নামজারি বাতিল, তহশিলদারের বিরুদ্ধে জিডি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই প্রতিবেদনে তহশিলদারের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠে আসে। সংবাদটি প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

শোকজ নোটিশে বলা হয়েছে, এসব অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় ভূমি প্রশাসন ও সরকারি দপ্তরগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যা সরকারি কর্মচারীর শৃঙ্খলা ও আচরণবিধির পরিপন্থী হিসেবে বিবেচিত।

এ বিষয়ে অভিযুক্ত তহশিলদার মো. আবুল কালাম আজাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাপ্ত জবাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।