মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে মো. জহিরুল ইসলাম জয় (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল আলম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে একই এলাকার বেকু হাসান গ্রুপের সদস্য মাসুদ, বাবু, রাফি, নান্নু ও জসিমসহ কয়েকজন মিলে জয়কে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় জয়কে উদ্ধার করে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরে আলম তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার দাবি করেছে, ঘটনার সঙ্গে জড়িত এই অভিযুক্তরা প্রায় এক বছর আগে জয়ের বাবা মো. জামাল সরকারকেও কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। সেই পুরনো দ্বন্দ্বের সূত্র ধরেই আবারও এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে স্বজনরা দাবি করেন। তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গজারিয়া থানার ওসি আনোয়ারুল আলম আজাদ জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
ইএফ/