গাজীপুরে এক রাতেই তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার তিনটি পৃথক সড়কে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় জ্যোতি পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রথমে আগুন দেওয়া হয়। বাসটির নিচে এক মিস্ত্রি মেরামতের কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুজন যুবক দাহ্য পদার্থ ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির অংশবিশেষ পুড়ে যায়।
এরপর রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে একইভাবে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির সামনের অংশ পুড়ে যায়। প্রায় একই সময়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর এলাকায় একটি মার্কেটের সামনে থেমে থাকা আরেকটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় কয়েকজন অজ্ঞাত যুবক। আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ডা. মো. জাবের সাদেক বলেন, এক রাতে তিনটি স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। আমরা প্রতিটি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পুলিশ ঘটনাগুলোকে নাশকতা হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা বলছেন, নির্বাচন সামনে রেখে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় শহরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।