একজন শিক্ষার্থীর জয় যেন এক পুরো গ্রামের গর্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ার পাচুড়িয়া গ্রামের সন্তান ইব্রাহিম হোসেন রনি।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গ্রামে বইছে আনন্দের বন্যা। সকাল থেকেই বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ, বাজছে ঢোল-বাদ্য, আর আশেপাশের মানুষ ভিড় জমাচ্ছেন রনির পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে।
রনি পেয়েছেন ৭,৯৮৩ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয়ের চেয়ে প্রায় ৩,৬০০ ভোট বেশি।
ইতিহাস বিভাগে এমফিল পর্যায়ে অধ্যয়নরত রনি ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করেন।
রনির মা আছমা বেগম বলেন,
"ছেলের এমন অর্জনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। গতকাল ও আজ নফল রোজা রেখেছি। শুধু একজন মা নয়, এখন পুরো গ্রামই যেন আমার সন্তানের গর্বে গর্বিত।"
বাবা মোহাম্মদ এনামুল হক বলেন,
"ছেলেকে আল্লাহ যেভাবে সম্মান দিলেন, তা ভাষায় প্রকাশ করার মতো না। যারা ওর পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই, রনি যেন সত্যিকারের নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়।"
এদিকে স্থানীয় ছাত্রশিবির নেতা মিঠু সরকার বলেন,
"এই বিজয় ছাত্রশিবিরের জন্য বড় অনুপ্রেরণা। শিক্ষার্থীরা যে আস্থা রেখেছেন, আমরা সেটার মর্যাদা রাখব।"
ছাত্ররাজনীতির পাশাপাশি রনি যুক্ত আছেন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও। তরুণদের মাঝে নেতৃত্বগুণ ও সদাচরণের জন্য ইতোমধ্যে এলাকায় তার আলাদা পরিচিতি তৈরি হয়েছে।
এ জয় শুধু একটি নির্বাচনের ফল নয় — এটা এক গ্রামের আত্মবিশ্বাস, তরুণদের সম্ভাবনার প্রতিচ্ছবি এবং একটি নতুন যাত্রার সূচনা।