রাজশাহীতে নবনির্মিত লাইফ সাইন হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

রাজশাহী মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ ওয়াসিম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম, গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আলীম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মনোয়ার তারিক সাবু, অর্থ সম্পাদক ডাঃ এম. মোর্শেদ জামান মিঞা প্রমুখ।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন সেবা ইউনিট ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।