পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ মাঠে মঞ্চের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন দুইজনের মধ্যে কে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ে শুরু হয় দলীয় নেতা-কর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক। এক পর্যায়ে বিষয়টি উত্তেজনায় রূপ নেয় এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুষ্ঠান শুরু করেন।
তবে কিছু সময় পর মঞ্চের পশ্চিম পাশে আবারও সংঘর্ষ বাধে। চেয়ার, লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয় উভয় পক্ষের নেতা-কর্মীরা। এতে ছাত্রদল নেতা তাজ, হমায়ুন ও সাহাবুদ্দীন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ভৈরবে একযোগে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে একটা বিশৃঙ্খলায় আমাদেরই তিনজন আহত হয়েছে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে যুবদলের নেতৃবৃন্দদের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় কোনো অভিযোগ পাইনি। আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজখবর নেয়া হয়েছে।