সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সন্ধ্যায় দুটি ট্রাকে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) আরও পেঁয়াজবাহী ট্রাক আসতে পারে।
তিনি আরও জানান, রোববার বাংলাদেশ সরকার এই বন্দর দিয়ে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরই ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলো।
সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ সময় সংবাদকে জানান, পেঁয়াজ আমদানির বিষয়ে ৩০টি আইপি (আমদানি অনুমতি) ইস্যু হয়েছে ৩০ জন আমদাানিকারকের বিপরীতে। রোববার সন্ধ্যায় দুজন আমদানিকারকের ৬০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে পৌঁছেছে। এই স্থলবন্দর দিয়ে সেপ্টেম্বর মাসের ৯ তারিখে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল বলে জানান তিনি।