বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম বলেছেন, মানুষগড়া কোনো আইন বা মতবাদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সফল হতে পারে না। শান্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য আল-কোরআনের নির্দেশনা অনুসরণই একমাত্র পথ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় এক নাগরিক সমাবেশে তিনি বলেন, “আমরা যে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, তা কোনো মানুষের তৈরি আইন বা মতবাদ দিয়ে সম্ভব নয়। আল্লাহর নাজিল করা আল-কোরআনের নির্দেশনাই একমাত্র কার্যকর ফর্মুলা। কোরআনের আদর্শ মেনে চলতে না পারলে ফেরেশতাও এ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না।”

সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আমির মুহাম্মদ মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন সাইফুল ইসলাম রনি।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তুলে ধরে এটিএম মাসুম বলেন, “নির্বাচনের ঘোষণার পরদিনই রাজপথের একজন সৈনিক গুলিবিদ্ধ হয়েছেন। এতে আন্দোলনের যৌক্তিকতাই প্রমাণিত হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আগে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে হতাহতের ঘটনার দায়ীদের বিচার না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণহত্যাকারীদের সহযোগীদেরও নিষিদ্ধ করার দাবি জানান তিনি। পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, পরমতসহিষ্ণু রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা এবং কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান জানান।

নির্বাচন কমিশনের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “সমস্যাগুলোর সমাধান না করেই নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করেছে। আমরা একে স্বাগত জানাই। তবে যে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে না পারলে আপনাদের ভিন্ন ইতিহাস লেখা হবে।”