কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, ধানের শীষ ছাড়া দেশের সংকট থেকে মুক্তির আর কোনো পথ নেই। বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গতকাল লাকসামের এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল কালাম বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা হবে, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা হবে এবং লাকসাম-মনোহরগঞ্জ অঞ্চল থেকে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয়, মানুষের মর্যাদা ফিরিয়ে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য। তাই সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। এই প্রতীকই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।”
বক্তব্যে তিনি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার কঠোর সমালোচনা করেন। আবুল কালাম বলেন, একটি দল ভোটের বিনিময়ে বেহেশতের প্রতিশ্রুতি দিচ্ছে, যা সম্পূর্ণ ভাঁওতাবাজি। বেহেশত বা দোজখ নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহর। এসব প্রতারণামূলক বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনের সময়সূচি ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তারা স্বাগত জানাচ্ছেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন।
আবুল কালাম বলেন, দীর্ঘ ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। তিনি নরপাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, এমনকি জানাজায় মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল—যা ছিল চরম অমানবিক ও স্বৈরাচারী আচরণ।
উঠান বৈঠকে লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, নরপাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহীম খলিল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নুরুল্লাহ নাহারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।