জাজিরা উপজেলায় এক ব্যবসায়ীর দোকান দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুরুজ মাদবরের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে জমি কিনে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছিলেন। কয়েকদিন আগে ওই নেতা ও তার ছেলে দলীয় প্রভাব দেখিয়ে দোকানসহ সম্পত্তি দখল করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কার্যালয়ের সামনে একটি মানববন্ধনে অভিযোগ তুলে বলেন ভুক্তভোগী সোবহান মাদবর। তিনি জানান, ডুবিসায়বর বন্দর কাজীরহাট এলাকায় নিজের জমিতে কাঠের ফার্নিচার ও টিনের ব্যবসা দীর্ঘ ৮ বছর ধরে চালাচ্ছেন।
সোবহান মাদবর বলেন, “৫ আগস্টের পর সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর আমাদের কাছে চাঁদা দাবি করতে শুরু করেন। আমি দিতে অস্বীকার করলে গত মঙ্গলবার রাতের ঘটনার সময় তারা প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে দোকান দখল করেন। পরে দোকানে ব্যানার টানিয়ে দখল প্রদর্শন করা হয়। আমি চাই দোষীদের বিচার হোক এবং দোকান ফিরে পেতে পারি।”
অন্য এক ভুক্তভোগী মুন্না মাদবর জানান, “দোকানটি আমাদের কেনা সম্পত্তি। বাজারের সবাই জানে আমরা এখানে ব্যবসা করি। এখন আমাদের দোকানের তালা ভেঙে মালামাল নেওয়া হয়েছে। আমাদের জমি ও দোকান ফেরত চাই।”
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে সুরুজ মাদবর বলেন, “দোকানের জমি আমাদেরই। প্রকৃত মালিক থেকে আমরা এটি ক্রয় করেছি। আমাদের মালামাল কেউ লুট করেনি। যদি কেউ কাগজ দেখাতে পারে, আমরা জমি ছেড়ে দেব।”
উপজেলা বিএনপির সভাপতি বজলু শিকদার বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছি। তবে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পৌঁছায়নি। যদি দখলের অভিযোগ সত্যি হয়, এটি ব্যক্তিগত বিষয়, দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।”
ঘটনায় এখনো পুলিশি তদন্ত শুরু হয়নি। স্থানীয়রা বলছেন, বিষয়টি খুবই সংবেদনশীল, তাই দ্রুত আইনগত সমাধান প্রয়োজন।