চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির আয়োজিত জনসভাকে কেন্দ্র করে চুরির ঘটনা ঘটেছে। জনসভা শুরুর আগেই সমাবেশস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক ইউনিট এবং পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি নজরে এলে আয়োজক ও সাউন্ড সিস্টেম সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে সকাল থেকেই মাঠে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় মাইক ও সাউন্ড সিস্টেম পরীক্ষা করতে গিয়ে আয়োজকরা দেখতে পান, স্থাপন করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম নেই। পরে বিষয়টি নিশ্চিত হলে সাউন্ড সিস্টেমের মালিক কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী আবদুর রাজ্জাক জানান, জনসভায় প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শনিবার রাতে ১০টা থেকে ১১টার মধ্যে সর্বশেষ লাইন ও সাউন্ড পরীক্ষা করে কর্মীরা স্থান ত্যাগ করেন। মাইকগুলোর নিরাপত্তায় সড়কে দুজন কর্মী টহলে থাকলেও ভোরের কোনো এক সময় চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ১৫ থেকে ১৬ ফুট উচ্চতায় স্থাপন করা ছিল।

এই চুরির ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন জনসভাকে ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। ড্রোন ওড়ানো, অস্ত্র ও বিস্ফোরক বহন নিষিদ্ধ করা ছাড়াও শনিবার রাত থেকেই আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল সীমিত করা হয়। পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতির মধ্যেও চুরির ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে সিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার হোসাইন কবির ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, তিনি বর্তমানে প্রটোকল দায়িত্বে রয়েছেন এবং চুরির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাননি।