জয়পুরহাটের কালাই উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীর বাড়িতে সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ওই নারী। হামলাকারীরা নগদ প্রায় সাত লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পনুট ইউনিয়নের নান্দাইল দিঘী লকরপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত নারীর নাম শাহানা বেগম। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ভুক্তভোগী শাহানা বেগম জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি একাই নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে। তারা টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারের খোঁজ করতে থাকে। তিনি বাধা দিতে গেলে একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এরপর ঘরের আলমারি ও অন্যান্য জায়গা তছনছ করে নগদ প্রায় সাত লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালঙ্কার এবং কিছু মূল্যবান আসবাবপত্র নিয়ে তারা পালিয়ে যায়।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। গভীর রাতে একা বসবাসকারী নারীদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ প্রাথমিকভাবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে এবং ঘটনার আলামত সংগ্রহ করেছে। তবে ঘটনার সময় দুর্বৃত্তদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে থানায় এসে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হবে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।