সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে আয়নাল শেখ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, আর বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর প্রেমিকার দুই ভাইকে আটক করেছে পুলিশ। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে দেশিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জামিরুল ইসলাম (৩৫) ও নুর ইসলাম স্বপন (৩২) নামের দুইজনকে আটক করা হয়। তারা স্থানীয় বাহের আলীর ছেলে এবং নিহত আয়নাল শেখ একই গ্রামের মৃত বাদশা শেখের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে প্রেমিকার বাড়ির দিকে যাচ্ছিলেন আয়নাল। এ সময় প্রেমিকার বাবা বাহের আলী এবং দুই ভাই তার পথরোধ করেন। তারা আয়নালকে ওই বাড়ি সংলগ্ন এলাকায় যেতে নিষেধ করলে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনজন মিলে আয়নালকে পিটিয়ে গুরুতর আহত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি জিয়াউর রহমান বলেন, “ঘটনার পর ভোরেই দুই ভাইকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।”
তিনি আরও জানান, তদন্তে প্রেমসংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, এলাকায় দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা থাকলেও সাম্প্রতিক সময়ে তা চরম আকার ধারণ করেছিল। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।