ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বুধবার ভোররাতে স্টেশনের ওয়াশপিট এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রেনটি ধোওয়ার জন্য ওয়াশপিটে রেখে দেওয়া ছিল। গভীর রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে বগির কয়েকটি সিটে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাথমিকভাবে কয়েকটি সিট পুড়ে গেলেও তা ছড়িয়ে পড়ার আগেই আনসার সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। ঘটনাস্থলে ছড়িয়ে থাকা গানপাউডার জাতীয় মিশ্রণ উদ্ধার করা হয়েছে, যা নাশকতার পরিকল্পনার ইঙ্গিত দেয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে নাশকতাকারীরা তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি। বর্তমানে জংশন এলাকার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং স্টেশনের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল।
এদিকে ময়মনসিংহ ছিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, অন্ধকারের সুযোগে একদল দুর্বৃত্ত পেট্রোল ও গানপাউডার ব্যবহার করে বগিতে আগুন লাগায়। তবে আনসার সদস্যরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ঘটনার পর পুরো স্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি জানান, নাশকতা চেষ্টার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।