রাজশাহীতে পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও তৈরি ও প্রকাশের অভিযোগে এক নারীর কর্মকাণ্ড আলোচনায় এসেছে। বিষয়টি পুলিশের নজরে আসার পর ওই নারীর স্বামী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কনস্টেবল মো. সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (গতকাল) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন।
প্রত্যাহার হওয়া কনস্টেবল মো. সাইফুজ্জামান আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন—সাইফুজ্জামান বিয়ে না করেই সীমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় বসবাস করছেন এবং ওই নারী তার পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও প্রকাশ করছেন। খবর পেয়ে তিনি নিজেই ওই বাসায় গিয়ে বিষয়টি যাচাই করেন।
যাচাইয়ে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান সীমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজপত্র এখনো থানায় জমা দেওয়া হয়নি। তবে সীমা খাতুন পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও প্রকাশ করেছেন—এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। ওই রাতেই তিনি কাশিয়াডাঙ্গা থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন,
“পুলিশ সদস্যের ইউনিফর্ম অন্য কারও পরিধান করার কোনো সুযোগ নেই। এটি একটি ফৌজদারি অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সীমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তিনি নিয়মিতভাবে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও প্রকাশ করছিলেন বলে জানা গেছে।