রাজশাহী মহানগর মতিহার থানা উত্তর যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর ভদ্রা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সোহেল রানা, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর সাত্তার, ২৬ নম্বর ওয়ার্ড পশ্চিমের যুবনেতা মো. রবিউল ইসলাম রবিন এবং ২৬ নম্বর ওয়ার্ড পশ্চিমের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিহার থানা উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিপ্লব রহমান নাঈম।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।