ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন ও কল্যাণকেন্দ্রিক ধারার সূচনা হয়েছে। ভবিষ্যতে দেশ হবে বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নেতৃত্বের অযোগ্যতা ও দুর্নীতির কারণে উন্নয়ন হয়নি। এই অঞ্চল ফ্যাসিস্ট শাসন, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে পিছিয়ে পড়েছে।
সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি অক্ষুণ্ন রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, কৃষি ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে পাহাড়ে শিক্ষা ও উন্নয়নের নতুন দ্বার খুলবে।
সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের খাগড়াছড়ি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে যোগ্য নেতৃত্বকে সামনে আনতে হবে। তিনি সতর্ক করে বলেন, চাঁদাবাজি, হুমকি ও কেন্দ্র দখলের রাজনীতি আর ফিরে আসবে না। ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন প্রজন্ম ন্যায়ের পক্ষে পরিবর্তন চায়।
অনুষ্ঠানটি খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।