নারায়ণগঞ্জের ফতুল্লায় আকতারা বেগম (৩৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি দিন ধরে কক্ষের দরজা বন্ধ থাকা ও কোনো সাড়া–শব্দ না পাওয়ায় সন্দেহ হলে পাশের কক্ষের ভাড়াটিয়ারা পুলিশকে খবর দেন।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এনায়েতনগর এলাকার জোড়া পাকারপুলের একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা আকতারা বেগম ভাড়া থাকতেন ওই বাসায়। সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভাড়াটিয়ারা জানান, দুই দিন ধরে তাকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। ঘরের ভেতর থেকেও কোনো শব্দ না পাওয়ায় বাড়ির মালিককে জানানো হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।