ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাইয়ুম মাতুব্বরকে এলোপাতাড়ি মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কাইয়ুম উপজেলার কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কাইচাইল গ্রামের আজগার মিয়াসহ কয়েকজন সেখানে এসে হঠাৎ উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। কাইয়ুম মাতুব্বর তাদের স্লোগান দিতে নিষেধ করলে তাকে বেধড়ক মারধর করা হয়।
ভুক্তভোগী কাইয়ুম মাতুব্বর বলেন, আমি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ আজগার ও তার সহযোগীরা এসে স্লোগান দেয়। আমি মানা করলে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।