বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকার পথে রওনা দেওয়া একটি বাস কুমিল্লায় দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে কুমিল্লার বাগমারা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী এলাকা থেকে ছেড়ে আসা ৪২ আসনের বাসটি বাগমারা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক ও চিৎকারে পরিস্থিতি অরাজক হয়ে ওঠে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের প্রাথমিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। অন্য আহতদের মধ্যে বেশিরভাগেরই হাত-পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।

বাসে থাকা নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল বলেন, “সবকিছু স্বাভাবিকই ছিল। হঠাৎ বিকট শব্দে বাসটি ডিভাইডারের ওপর উঠে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই আহত হয়।” তিনি জানান, প্রাথমিক চিকিৎসার পর অন্যান্য আহতদের অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া নেতাকর্মীদের বহনকারী বাসটি দুর্ঘটনায় পড়েছে। আহতদের চিকিৎসায় দলীয়ভাবে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, আনন্দের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন এবং চিকিৎসা ব্যবস্থায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।