সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। ঘটনাটির পর ফ্লাইটটি বিলম্বিত হয় এবং যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিজি-২০১ ফ্লাইটের। যাত্রী বোর্ডিং চলাকালীন সময়ে বিমানটি বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়, ফলে ইঞ্জিনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমান কর্তৃপক্ষ উড্ডয়ন স্থগিত করে দেয়।
বিমানবন্দর সূত্র জানায়, ধাক্কার ফলে বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশে সামান্য ফাটল দেখা যায়। সঙ্গে সঙ্গে প্রকৌশল বিভাগকে ডাকা হয় এবং তারা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা শুরু করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা বলেন, “ইঞ্জিনের ক্ষতি কতটা, তা পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে। নিরাপত্তার জন্য কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না।”
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, “ইঞ্জিন বোর্ডিং ব্রিজে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিকল্প ফ্লাইটে তাদের লন্ডনে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, দুপুর আড়াইটায় বিকল্প বিমানে যাত্রীরা সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করবেন। ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে প্রকৌশল বিভাগ দুর্ঘটনাকবলিত বিমানের বিস্তারিত পরিদর্শন করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোর্ডিং প্রক্রিয়ায় মানবিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।
সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ আহত হননি। যাত্রীরা আপাতত টার্মিনালে অপেক্ষা করছেন, এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের খাবার ও বিশ্রামের ব্যবস্থা করেছে।