ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের উন্নয়ন ও কল্যাণে সকলে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং আর কখনও চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা বিদেশে অর্থ পাচারকারীদের সহযোগী হওয়া চলবে না। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রূপসার পালেরহাট মাঠে ইসলামী আন্দোলনের জেলা ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, “আমরা এ দেশের মাটিতে জন্মেছি, এই দেশ আমাদের। দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা জড়িত। মুখরোচক বক্তৃতা দিয়ে বা ভেতরে-বাইরে ভিন্ন চেহারা দেখিয়ে আর কাউকে প্রতারণা করা যাবে না। আল্লাহ যেন আমাদের ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দেন।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর দেশ স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দেশের টাকা বিদেশে পাচারকারী এবং বিদেশি অনুপ্রবেশকারীদের থেকে মুক্তির সুযোগ এসেছে। আমরা যদি এই সুযোগ কাজে লাগাই না, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিয়ে কলঙ্কজনক ইতিহাস লিখবে।”

সমাবেশে চরমোনাই পীর আরও উল্লেখ করেন, বিভিন্ন দলের রাজনীতির ছায়ায় বারবার ইসলামবিরোধী শক্তি সমর্থিত হয়েছে। তিনি বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির উদাহরণ তুলে ইসলামকে যথাযথ গুরুত্ব না দেয়ার ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক হারুনার রশিদ। বক্তব্য দেন দলের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম সহ অনেকে।

চরমোনাই পীরের এই বার্তা মূলত সতর্ক করার উদ্দেশ্যে, যাতে দল ও সমাজ ইসলামের নৈতিক মূল্যবোধের সঙ্গে সংহতি রেখে দেশপ্রেম ও ন্যায়ের পথে অগ্রসর হয়।