ঢাকার শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার প্রভাব পড়েছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরেও। প্রায় ছয় ঘণ্টা ফ্লাইট বিলম্বে ভোগান্তিতে পড়েন পর্যটক ও যাত্রীরা।
বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সাতটি ফ্লাইট বিলম্ব হয়। একটি বেসরকারি এয়ারলাইনসের বিকেল ৩টা ৪৫ মিনিটের ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।
যাত্রী আলামিন হোসেন বলেন, “ফ্লাইট বিলম্বে ব্যবসায়িক মিটিং মিস করেছি। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করুক।”
রাত ৯টার পর থেকে ঢাকাগামী সব ফ্লাইট পুনরায় চালু হয়েছে বলে জানান কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা।
তিনি বলেন, “যাত্রীরা কিছুটা কষ্ট পেলেও নিরাপত্তা ও নিয়ন্ত্রণে কোনো ঘাটতি ছিল না।”
এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।