বান্দরবান জেলার আলীকদম উপজেলায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে মো. ইলিয়াছ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্বপালং পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইলিয়াছ ওই এলাকার মো. আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়েছে শনিবার বিকালে।
আরেক আসামি মিজান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাকেও মামলার আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আলীকদম সদর ইউনিয়নের পূর্বপালং পাড়ায় ইলিয়াছ রাতের আঁধারে এস্কেভেটর দিয়ে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন- এমন সংবাদে বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিনের নেতৃত্বে শনিবার রাত ২টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ইলিয়াছকে হাতেনাতে গ্রেফতার এবং এস্কেভেটর জব্দ করা হয়।
বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বলেন, পাহাড় কাটার সময় এস্কেভেটরসহ ইলিয়াছকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকালে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপর অভিযুক্ত মিজান পালিয়ে গেলেও তাকে মামলার অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাহাড় কাটা ও মাটি বিক্রির মতো অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।