শনিবার (১৩ ডিসেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকারের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে। এতে বলা হয়েছে- আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে।
এতে বলা হয়েছে, 'রাজশাহী বিভাগের আওতাধীন ৮টি জেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বিএডিসি (সেচ) কর্তৃক এবং স্থানীয় উদ্যোগে গভীর নলকূপ স্থাপন করা হয়। অনেক ক্ষেত্রে গভীর নলকূপের পাইপের মুখটি উন্মুক্ত ঝুঁকিপূর্ণ রাখা হয়। এতে করে অনেক দুর্ঘটনা ঘটতে পারে।’
এমন অবস্থায় এ বিভাগের ৮টি জেলায় গভীর নলকূপের পাইপ উন্মুক্ত ঝুঁকিপূর্ণ থাকার কারণে দুর্ঘটনা এড়াতে জেলার তথ্য আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এ কার্যালয়ে প্রেরণের অনুরোধ করা হয়।'
প্রসঙ্গত, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শিশু সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে রাত সাড়ে নয়টার দিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।