নেত্রকোনার মদন উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় নিজের ছেলের লাঠির আঘাতেই প্রাণ হারালেন মোস্তফা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ছেলে সাজ্জাদ মিয়া (২৫)-কে আটক করেছে।

শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ আজ রোববার (২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাজ্জাদ মিয়া ছিলেন মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই তিনি পাগল অবস্থায় বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। ঘটনার দিন রাতে মোস্তফা মিয়া প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ ছেলে সাজ্জাদ মিয়া ঘরে ঢুকে পড়েন এবং বাবার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মোস্তফা মিয়ার মৃত্যু হয়।

মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত সাজ্জাদকে আটক করা হয়েছে। পারিবারিক এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সাজ্জাদের চিকিৎসা করানো হলেও তাকে সামাল দেওয়া পরিবারের জন্য ক্রমশ কঠিন হয়ে উঠছিল। এই ঘটনা আবারও মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা ও পারিবারিক সুরক্ষার প্রশ্ন সামনে এনেছে।

ইএফ/