রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকায় অভিযান চালিয়ে একনলা আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী। তিনি জানান, মিঠাপুকুরের কাফ্রিখাল এলাকার রবিউল ইসলামের সুপারি ও নারিকেল বাগানে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে কাগজে মোড়ানো অবস্থায় একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এটি সেখানে রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ছায়া তদন্ত চলছে।”
পুলিশ জানায়, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি মিঠাপুকুর থানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইএফ/