চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনের কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনটিতে কর্মরত বিপুল সংখ্যক মানুষের জীবন রক্ষা পেয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে বলেন, "কদমতলী এলাকার কম্বলের গুদামটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে গুদামে কী পরিমাণ কম্বল ছিল এবং অগ্নিকাণ্ডের কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।" তিনি আরও নিশ্চিত করেন যে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, চারতলা ভবনটির চতুর্থ তলায় কম্বলের গোডাউন এবং তৃতীয় তলায় জুতার গোডাউন ছিল। যদিও ভবনটিতে প্রায় দেড়শো মানুষ কাজ করেন, কিন্তু আগুনের সূত্রপাতের সময় গুদামটিতে কোনো কর্মচারী উপস্থিত ছিলেন না।
অন্যান্য ভবন মালিকরা জানান, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের ভবনে থাকা মোটর পার্টস, ইলেকট্রিক মালামাল, প্লাস্টিক পাইপ, ছাতা ও বিভিন্ন আমদানিকৃত পণ্যের গোডাউনগুলো রক্ষা পেয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।
ইএফ/