মাদারীপুরে একটি বেসরকারি ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দ্রুত ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অমানবিক ঘটনার পর ক্লিনিকে কে বা কারা শিশুটিকে ফেলে গেল, সেই মা-বাবার পরিচয় উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে গেলে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান। বাথরুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নবজাতকটিকে দেখে তিনি তাৎক্ষণিক ক্লিনিক কর্তৃপক্ষকে খবর দেন। ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে এবং তাৎক্ষণিক সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করে।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার জানান, নবজাতকটির বয়স অনুমানিক একদিন। হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা বেশ গুরুতর ছিল, কিন্তু তাৎক্ষণিক সেবা প্রদানের পর তার অবস্থা এখন উন্নতির দিকে। বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের কর্মী স্বর্ণালী খন্দকার বলেন, তাদের হাসপাতাল কর্তৃপক্ষই শিশুটির চিকিৎসার সব ব্যবস্থা করছে।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশুটির মা-বাবার পরিচয় বের করতে এরই মধ্যে হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি পুলিশ গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। তিনি আরও জানান, শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার জন্য সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ দ্রুত অভিযুক্ত মা-বাবাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
ইএফ/