ঢাকার ব্যবসায়িক কর্মকাণ্ডের বাস্তব চিত্র উদ্ঘাটন ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
শনিবার ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ফোকাস গ্রুপ আলোচনায় সভাপতির বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ জানান, সূচকটি প্রাথমিকভাবে ঢাকা-কেন্দ্রিক হলেও পরে সারাদেশে সম্প্রসারিত হবে। এটি ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশিত হবে এবং শিল্পখাতে উৎপাদন, বিক্রয়, অর্ডার প্রবাহ, রপ্তানি, কর্মসংস্থান, ব্যবসায়িক আস্থা ও বিনিয়োগ প্রবণতা তুলে ধরবে।
সভায় ডিসিসিআইর ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে পরিচালিত জরিপে ৬৫৪ জন উত্তরদাতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ঢাকার অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান ৫৬ শতাংশ, সেবা খাতের ৪৪ শতাংশ।
উপস্থিত আলোচকরা শিল্পখাতে জ্বালানি সরবরাহ, ঋণদেন সহজীকরণ, বাণিজ্য সহায়ক অবকাঠামো উন্নয়ন, সাপ্লাই চেইন শক্তিশালীকরণ এবং রপ্তানি বাজার সম্প্রসারণে সরকারের গুরুত্বারোপ করেছেন।
সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন খাতের প্রতিনিধি, গবেষক ও বিশ্লেষকরা অংশ নেন।