বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) নতুন করে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, পুঁজিবাজারে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে যৌথভাবে গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম এবং নীতি সংলাপ আয়োজন করবে ডিসিসিআই ও ডিএসই। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের পুঁজিবাজারে অংশগ্রহণ সহজ করতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, “এই চুক্তি আমাদের দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার খুলে দেবে। এটি শুধু পুঁজিবাজার নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করবে। বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের জন্য মূলধন সংগ্রহের নতুন পথ তৈরি হবে।”

অন্যদিকে, ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, “যৌথ গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তারা পুঁজিবাজার সম্পর্কে আরও অবগত হবেন। বর্তমানে অনেক এসএমই প্রতিষ্ঠান বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানেন না। এই উদ্যোগ তাদের সেই সুযোগ করে দেবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিসিসিআই সিনিয়র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং ডিএসই’র প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান।