চট্টগ্রাম বন্দরে ট্যারিফ ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছেন ব্যবসায়ীরা। শনিবার নগরীর নেভি কনভেনশনে আয়োজিত এক সভায় ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, সাত দিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, “আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু এখনো কোনো আশ্বাস পাইনি। এবার ব্যবসায়ীরা আর অপেক্ষা করবে না প্রয়োজনে বন্দর বন্ধের মতো কর্মসূচি নিতে বাধ্য হব।”
সভায় উপস্থিত এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল হক বলেন, “যে দেশে গেটপাস ৫০ পয়সা থেকে ২৩০ টাকা হয়, সেখানে ব্যবসায়ীরা মগের মূল্যে পড়ে গেছে।”
বিজিএমইএ নেতা এম এ সালাম অভিযোগ করেন, “লাভজনক প্রতিষ্ঠান হয়েও কোনো আলোচনাই না করে ট্যারিফ বাড়ানো হয়েছে। এটি অযৌক্তিক এবং ব্যবসাবান্ধব সরকারের ভাবমূর্তির পরিপন্থী।”
বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ইতিমধ্যে সীমিত কর্মবিরতি ঘোষণা করেছে। তারা জানিয়েছে, দাবি না মানলে সারাদেশের ব্যবসায়ীরা আন্দোলনে যুক্ত হবে।