মানিকগঞ্জে শুরু হয়েছে এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক) অর্থায়িত উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়িত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সহযোগিতায় এই মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ হাসনাইন মামুন। অনুষ্ঠানে ইউসিবির আঞ্চলিক প্রধান (ঢাকা উত্তর), এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করতে দক্ষ, উদ্ভাবনী ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা তৈরি করা এখন সময়ের দাবি। এই প্রশিক্ষণ শুধু ব্যবসা পরিচালনার মৌলিক জ্ঞান নয়, বরং আধুনিক বিপণন কৌশল, অর্থায়ন পদ্ধতি ও উদ্ভাবন ব্যবস্থাপনার ব্যবহারিক ধারণাও দেবে অংশগ্রহণকারীদের।

প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ২৫ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা, যারা আগামী দিনে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। অংশগ্রহণকারীরা ব্যবসা পরিকল্পনা তৈরি, আর্থিক ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ, ও টেকসই উদ্যোক্তা উদ্যোগ গঠনের মতো বিষয়গুলোর ওপর হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।

বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিটি দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। উদ্যোগটির লক্ষ্য—গ্রামীণ ও মফস্বল এলাকায় তরুণ উদ্যোক্তাদের এগিয়ে এনে অর্থনীতির ভীতকে আরও মজবুত করা।