পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি করা হয়েছে এক হাজার ৪০৭ টন আলু। এটি একদিনে রপ্তানির সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান জানান, রপ্তানির জন্য আলু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করা হয়। এতে এস্টারিক্স সহ বেশ কয়েকটি জাতের আলু ছিল। এক দিনে সর্বমোট ৬৭টি ট্রাকে আলুগুলো নেপালে পাঠানো হয়।
এর আগে, বুধবার ২৮ ট্রাকে মোট ৫৮৮ টন আলু রপ্তানি হয়েছিল। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই বন্দরের মাধ্যমে মোট ৩৯,০৩৯ টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে।
নুর হাসান বলেন, “উত্তরবঙ্গের আলু উৎপাদকরা এই রপ্তানির ফলে লাভবান হচ্ছেন। আমাদের চেষ্টা থাকে সমস্ত নিত্যপ্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করা।”
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নেপাল রপ্তানি আলু মূলত দেশটির স্থানীয় বাজারে সরবরাহের জন্য ব্যবহৃত হবে। এ ধরণের কার্যক্রম বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানিকে উৎসাহিত করছে এবং সীমান্ত বাণিজ্যকে গতিশীল রাখছে।