এই বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন তিন অর্থনীতিবিদ—জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার স্টকহোমে সুইডিশ অ্যাকাডেমি তাদের নাম ঘোষণা করে।
তাদের গবেষণা “উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব” আধুনিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে বলে জানায় কমিটি।
এই তত্ত্বের একটি অংশ, ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’-র জন্য পুরস্কারের অর্ধেক পাবেন জোয়েল মোকিয়র। অপর অংশে “সৃজনশীল বিনাশ” বা Creative Destruction ধারণা প্রণয়নের স্বীকৃতিস্বরূপ ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট ভাগাভাগি করে নিচ্ছেন বাকি অর্ধেক।
নোবেল কমিটির মতে, তাদের গবেষণা বৈশ্বিক অর্থনৈতিক নীতিনির্ধারণে গভীর প্রভাব ফেলেছে এবং উদ্ভাবননির্ভর শিল্প বিকাশের ধারণাকে নতুন মাত্রা দিয়েছে।
নোবেল
অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ
