ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রান্নাঘরের অত্যাবশ্যকীয় পণ্য পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার জন্য ভারত থেকে আমদানি শুরু হয়েছে। দেশি পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১৩০–১৪০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০–৯০ টাকায়। পাইকারি ব্যবসায়ীদের ধারণা, আগামী দুই-একদিনের মধ্যে ভারতীয় পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে নেমে আসতে পারে।
মুগদা বাজারের আলিম স্টোরের স্বত্বাধিকারী মো. আলিম জানান, ভারত থেকে পেঁয়াজের সরবরাহ যথেষ্ট হলেও দাম এখনো বেশি। “বাজারে ভারতের পেঁয়াজ কমে আসলেও ক্রেতারা দেশি পেঁয়াজ বেশি কিনছেন। ভারতীয় পেঁয়াজের দাম দ্রুত না কমলে দেশি পেঁয়াজের দামও কমবে না,” তিনি বলেন।
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আসা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। দ্রুত দাম কমার কারণে দেশি পেঁয়াজের ওপরও চাপ পড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে আসবে।
দূরবর্তী হিলি বাজারে ভারতের পেঁয়াজের দাম গতকালের ৭৫ টাকার পরিবর্তে আজ কমে ৩৫–৪০ টাকায় নেমেছে। মুড়িকাটা পেঁয়াজও বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এ ধারা অব্যাহত থাকলে ঢাকায়ও দাম দ্রুত কমতে পারে।
সরকার চলতি মাসের ৭ ডিসেম্বর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু করেছে। বাজারে সরবরাহ বাড়ায় দাম নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। পাইকারি ব্যবসায়ীরা আশা করছেন, আগামী দুই-একদিনের মধ্যে ঢাকার বাজারে ভারতীয় পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে নেমে আসবে। ফলে দেশের রান্নাঘরের এই গুরুত্বপূর্ণ পণ্যের ক্রেতারা স্বস্তি পাবেন।