জাতীয় ভ্যাট দিবস (১০ ডিসেম্বর) উপলক্ষে ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন চালানোর মাধ্যমে নতুন ১ লাখ বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিন) দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “এই বছরের ভ্যাট দিবসের প্রতিপাদ্য ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। আমাদের লক্ষ্য শুধুমাত্র নিবন্ধন বাড়ানো নয়, বরং করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানের সংস্কৃতি প্রতিষ্ঠা করা।”

বর্তমানে দেশে মোট নিবন্ধিত প্রতিষ্ঠান ৬ লাখ ৪৪ হাজার। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই সংখ্যা ১ লাখ বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এনবিআর চেয়ারম্যান আরও জানান, “গত অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশই ভ্যাট থেকে এসেছে। চলতি অর্থবছরের শুরুতেই ২২ শতাংশ বেশি ভ্যাট আদায় হয়েছে।”

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব বলেন, “এখন ভ্যাট প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন হওয়ায় করদাতারা ঝামেলামুক্তভাবে কর দিতে পারছেন। গত অর্থবছরে ১৭ লাখ ই-রিটার্ন জমা পড়েছিল, চলতি অর্থবছরে আমরা আশা করি তা ৪০ লাখে পৌঁছাবে। ইতিমধ্যেই ২২ লাখ ই-রিটার্ন জমা পড়েছে।”

এনবিআর আরও জানায়, ভ্যাট আদায় ব্যবস্থার শক্তিশালী করা দেশের অর্থনীতিকে মজবুত করবে। পাশাপাশি যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। চেয়ারম্যান বলেন, “যে জাতি দেশের জন্য কাজ করে, তাদের স্বার্থেই ভ্যাট প্রদান বাধ্যতামূলক। রাষ্ট্রের স্বার্থ সবার আগে।”

সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মো. আজিজুর রহমান এবং অন্যান্য ভ্যাট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।