বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শরিয়াভিত্তিক হাউজিং ও গাড়ি ঋণ সুবিধা চালুর আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে তিনি বলেন, “যারা ইসলামী ব্যাংকিংয়ের নীতিনির্ধারক, তারাই সুদমুক্ত সুবিধা থেকে বঞ্চিত এটি অত্যন্ত পরিহাসজনক।”
তিনি বলেন, দেশে ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয়েছে ১৯৮৩ সালে, আর বর্তমানে অধিকাংশ মানুষই সুদকে হারাম মনে করেন। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ‘ইসলামী ব্যাংকিং পলিসি ডিপার্টমেন্ট’ ও কেন্দ্রীয় শরিয়া বোর্ড গঠন করেছে, যা ইতিবাচক পদক্ষেপ। এখন সময় এসেছে নিজস্ব কর্মকর্তাদের জন্যও শরিয়াভিত্তিক বিনিয়োগ সুবিধা অনুমোদনের।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, “যোগ্য ও অভিজ্ঞ আলেমদের শরিয়া বোর্ডে অন্তর্ভুক্ত করা জরুরি, যেন প্রকৃত ইসলামী ব্যাংকিং নিশ্চিত করা যায়।”