বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স লিমিটেড ঘোষণা করেছে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আকিজ হাউজে আয়োজিত প্রেস মিটে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “ব্যাংকিং শুধু লেনদেন নয়; এটি মানুষের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার। আমরা এমন একটি ডিজিটাল ব্যাংক তৈরি করতে চাই, যা প্রযুক্তি, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে পরিচালিত হবে।”
প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, এই ব্যাংক বাংলাদেশের প্রথম সম্পূর্ণ সুদমুক্ত ও শরিয়াহ-সম্মত ডিজিটাল ব্যাংক হবে। গ্রাহকরা সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন সার্ভিস চার্জ ছাড়াই।
চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, “আমরা এমন এক ডিজিটাল ব্যাংকিং সেবা গড়ে তুলতে চাই, যা সবার জন্য উন্মুক্ত এবং দেশের প্রতিটি নাগরিক ব্যাংকিংয়ের আওতায় আসবে।” চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জি. মো. ফিরোজ কবির বলেন, “ব্যাংকের দরজায় না গিয়েও গ্রাহক তার সব আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন এবং আই-বিওএস লিমিটেডের সিইও এসকে মো. জায়েদ বিন রশিদ।
আকিজ রিসোর্স বিশ্বাস করে, প্রযুক্তিনির্ভর এই নতুন ব্যাংকিং উদ্যোগ স্মার্ট, সংযুক্ত ও নৈতিক বাংলাদেশের আর্থিক খাত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএফ/