পুঁজিবাজারে নতুন নিয়ম আনতে ২০১৫ সালের পাবলিক ইস্যু রুল বাতিল করে নতুন একটি নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএসইসির ৯৭৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বলেন, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস রুলস ২০২৫’ নামে নতুন এই নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এটি এখন জনমতের জন্য বিএসইসির ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে

নতুন নিয়ম অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের সুপারিশের ওপর ভিত্তি করে আইপিও অনুমোদন দেবে বিএসইসি। এছাড়া, আইপিও দেওয়ার প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে ইস্যু করা কোম্পানি, নিরীক্ষক ও ইস্যু ম্যানেজারদের ভূমিকা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।

খসড়ায় বলা হয়েছে, আইপিও-র দাম নির্ধারণ বা মূল্যায়ন প্রক্রিয়া উন্নত করা হবে, যাতে ন্যায্য মূল্য নির্ধারণ সম্ভব হয়। এর ফলে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে।

বিএসইসি মনে করে, নতুন এই নিয়ম বাস্তবায়িত হলে পুঁজিবাজার আরও শক্তিশালী ও বিনিয়োগবান্ধব হবে।