বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় টেকসই ও সবুজ প্রকল্পের বিনিয়োগ কমেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই প্রকল্পে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৭৪ কোটি ৮৯ লাখ টাকা, যা আগের প্রান্তিকের ১ লাখ ৫৮ হাজার ৫৮২ কোটি ৫২ লাখ টাকার তুলনায় ৯ হাজার ৬০৭ কোটি ৬৩ লাখ টাকা কম।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, সবুজ অর্থায়নে তিন মাসে ৯১৪ কোটি ৪৩ লাখ টাকার পতন হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জুন প্রান্তিকে পরিবেশবান্ধব প্রকল্পে ৭ হাজার ৮৪৯ কোটি ৪ লাখ টাকা বিনিয়োগ করেছে।

অন্যদিকে, টেকসই কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। জুন শেষে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন দাঁড়িয়েছে ৯ হাজার ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা, আগের প্রান্তিকের ৭ হাজার ৯২৪ কোটি ৯৭ লাখ টাকার তুলনায় ১ হাজার ৭১০ কোটি টাকা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স নীতি অনুযায়ী, ব্যাংকগুলোকে ঋণের ২০ শতাংশ টেকসই প্রকল্পে এবং পরিবেশবান্ধব প্রকল্পে মোট ঋণের ৫ শতাংশ বিনিয়োগ করতে হবে।

ইএফ/